পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনের বাঁকে বাঁকে - কাজী শফিকুর রহমান শফিক

ছবি
  কাজী শফিকুর রহমান শফিক ১৯৯৬ সালে নিজের একখানি মোটরবাইক হলো। মোটরবাইকটি হাতে নিয়ে সেদিনেই প্রতিজ্ঞা করলাম - একান্ত প্রয়োজন না পরলে সন্ধ্যায় পর বাহিরে আড্ডা মারতে মোটরসাইকেলটি চালাবো না। রিক্সা বা অন্যকোন বাহনে না চড়ে পা হেটে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতাম। শারীরিক কসরত না করলেও প্রায় প্রতিদিন কমপক্ষে তিন চার কিলোমিটার পথ হাটাহাটির অভ্যাস হয়ে গেল। সময় বহমান। স্বয়ং মহান আল্লাহ্ পাক সুরা_আছরে সময়ের কসম দিয়ে বলেছেন - মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শরিয়ত মোতাবেক না চলার কারণে তো বটে, ফলে মানুষের নৈতিকতার হ্রাস এবং লোভ লালসার পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ অধেল অর্থ এবং অসম প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম না করা নেশাগ্রস্ত দ্রব্যাদি গ্রহণ এবং অতিরিক্ত খাবার খেতে গিয়ে নিজের শরীর ধ্বংস করে চলছে। সুরা_আছরেই মহান আল্লাহ্ পাক আরো বলেছেন  ক্ষতিগ্রস্ত তারাই হবেন না - যাঁরা তাঁর প্রতি ঈমান এনেছেন, সৎকাজ করেছেন, পরস্পরকে সত্যের উপদেশ দিয়ে চলছেন এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন। আর মানুষ যদি তা পালন করে অবশ্যই অবশ্যই নৈতিকতার পথে চলবে। দুর হবে সব অন্ধকার। কৈশোরকাল...