আনু ইসলাম এর কবিতা


আনু ইসলাম

 

যেনে নিয়ো তবে
আনু ইসলাম
ফুটফুটে সকাল; ঘুম থেকে জেগে
যখন দর্পণ সম্মুখে তুমি দাঁড়াবে এলো কেশে
যদি আনমনা তোমার মাঝে খুঁজে পাও আমায়
যেনে নিয়ো তবে তুমি ভালোবাস আমায়।

প্রিয় কবিতায় বা প্রিয় কোন নোভেলে
যদি তোমায় বলা কথাগুলোর মিল খুঁজে পাও
অথবা খুঁজে পাও সেখানে তোমার আমায়
যেনে নিয়ো তবে তুমি ভালোবাস আমায়।

হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেলে
যদি তোমার শান্ত চোখের ভাঁজে, বুকের ভিতরে
নিভৃতে লজ্জাহীনভাবে খুঁজে পাও আমায়
যেনে নিয়ো তবে তুমি ভালোবাস আমায়।

গাঢ় চাঁদনী রাতের অসীম আসমানে
যদি ঐ দূরের তারকার দেশে তুমি হারিয়ে যাও
আর তোমার অশান্ত মন খুঁজে ফেরে আমায়
যেনে নিয়ো তবে তুমি ভালোবাস আমায়।

পরে প্রতীক্ষার সকাল নামবে ধরায়
তোমার বাগানের সদ্য ফোঁটা গোলাপের পাঁপড়িতে
যদি মুচকি হাসো ক্ষণিক; গোলাপ দিবে আমায়
যেনে নিয়ো তবে তুমি ভালোবাস আমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ